আতঙ্কের মধ্যেই ইউক্রেনে রজমান শুরু

০৩ এপ্রিল ২০২২

বাতাসে বারুদের গন্ধ। মাঝে মাঝে গোলার আওয়াজ। বাইরে বের হওয়ার উপায় নেই। দোকান পাট বন্ধ। কাজ কর্ম নেই। মাঠে ফসল পেকে আছে কিন্তু কেটে ঘরে তোলার ইপায় নেই। অসংখ্য মানুষ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছে অজানায়। কবে নিজ ঘরে ফিরতে পারবেন তা কেউই জানে না। এমন পরিস্থিতির মধ্যেই সারাবিশ্বের মতো ইউক্রেনেও শুরু হলো রজমান।

 

এমন ভয়াবহ যুদ্ধের মধ্যেই পবিত্র রমজান মাস পালন শুরু করেছেন ইউক্রেনের মুসলিমেরা। দেশটির মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে চাপা আতঙ্কের মধ্যেই রোজা পালন করছেন তারা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।

 

একদিকে খাদ্য সঙ্কট, অন্যদিকে গুলি-বোমার আতঙ্ক, এমন রমজান এর আগে দেখেননি ইউক্রেনের মুসলমানেরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটা বাস্তুচ্যুতরা। কোনোভাবে খাদ্য সংগ্রহ করে খোলা আকাশের নিচেই সেহরি এবং ইফতার করছেন তারা। যদিও যুদ্ধের দামামা থেকে বাঁচতে, পোল্যান্ডসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বহু ইউক্রেনীয় মুসলিম।

 

ইউক্রেনের সাড়ে চার কোটি জনসংখ্যার মধ্যে এক শতাংশ নাগরিক মুসলমান।


মন্তব্য
জেলার খবর