৩৫ লাখেরও বেশি ইউক্রেনীয় পালিয়েছে

২৩ মার্চ ২০২২

২৮ দিন ধরে ইউক্রেনে সেনা অভিযান চালাচ্ছে রাশিয়া। বাতাসে বারুদের গন্ধ। চারদিকে ধ্বংস স্তুপ। দোকানপাট সবই বন্ধ। বন্ধও কাজ কর্ম। মাঝে মধ্যে ভেসে আসছে কামানের গোলার আওয়াজ। রুশ সেনাদের বুলেটে কার প্রাণ কখন কেড়ে নেয় কেউ বলতে পারে না। এমন পরিস্থিতিতে কে থাকতে চায়? নিজ বাড়ি-ঘর ছেড়ে তাই লাখ লাখ মানুষ অজানায় পাড়ি জমিয়েছে।

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে এ পর্যন্ত রুশ সেনাদের ভয়ে দেশটির ৩৫ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে সবচেয়ে খারাপ শরণার্থী সংকটের দিকে নিয়ে গেছে।

 

এর মধ্যে ২০ লাখেরও বেশি শরণার্থী পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে ঢুকেছে। এছাড়াও রোমানিয়া ও মলদোভায় যথাক্রমে ৫ লাখ ৪০ হাজার ও ৩ লাখ ৬৭ হাজারেরও বেশি ইউক্রেনীয় বাসিন্দা আশ্রয় নিয়েছে।

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, ইউক্রেনের বাসিন্দাদের জন্য আরেকটি দুঃখজনক মাইলফলক হচ্ছে, মাত্র এক মাসের মধ্যে দেশটির ৬৫ লাখেরও বেশি বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

 

তিনি আরও বলেন, দেশটির বাসিন্দাদের অন্য দেশে পালিয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ স্থানচ্যুতির গতি ও মাত্রা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।


মন্তব্য
জেলার খবর