পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত কিম

২৮ জুলাই ২০২২

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সাথে যেকোনো সামরিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। কোরিয়া দ্বীপে যখন নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে, তখন কিম জং তিনি এ হুঁশিয়ারি দিলেন। কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯তম বার্ষিকীতে কিম এসব কথা বলেছেন।

 

তিনি আরো বলেন, "আমাদের সামরিক বাহিনী যেকোনো সঙ্কট মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। আমাদের দেশের পরমাণু যুদ্ধাস্ত্রও শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত। যুদ্ধ অবসানের ৭০ বছর পরে এসেও আমেরিকা দক্ষিণ কোরিয়ারকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধ তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে আমেরিকার তার আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে।

 

তিনি বলেন, সামরিক তৎপরতার নামে আমেরিকা দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে বৃহৎ পরিসরের সামরিক মহড়া চালিয়েছে, তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি ও উসকানি বৈ কিছু নয়। এ কারণে দু’দেশের সম্পর্ক সঙ্কটাপূর্ণ হয়ে উঠেছে। খবর পার্সটুডের।


মন্তব্য
জেলার খবর