পাকিস্তানে পেট্রলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। প্রতিলিটার পেট্রলের দাম ২৪.০৩ রুপি বাড়িয়ে ২৩৩.৮৯ রুপি করা হয়েছে। দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বুধবার মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেন। পেট্রলে ভর্তুকি হ্রাস করতে এ রেকর্ড দাম বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার থেকে পাকিস্তানে লিটারপ্রতি পেট্রল ২৩৩.৮৯ রুপি, ডিজেল ২৬৩.৩১ রুপি, কেরোসিন ২১১.৪৩ রুপি, হালকা ডিজেল ২০৭.৪৭ রুপিতে ক্রয় করতে হবে।
অর্থমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, আগের সরকার দাম না বাড়ানোর কারণে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছিল। ইমরান খান ভর্তুকি দিয়ে পরিকল্পিতভাবে পেট্রলের দাম হ্রাস করেছিলেন। বর্তমান সরকার ওসব সিদ্ধান্তের জ্বালা পোহাচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে পাকিস্তান সরকার প্রতিলিটার পেট্রলে ২৪.০৩ রুপি, ডিজেলে ৫৯.১৬ রুপি, কেরোসিন তেলে ৩৯.৪৯ রুপি লোকসান দিচ্ছে। মে মাসে এ ক্ষতির পরিমাণ ১২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা বেসামরিক সরকার পরিচালনার ব্যয়ের চেয়েও বেশি।
এদিকে পেট্রলের দাম বৃদ্ধিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তারা এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করবে বলে ঘোষণা করেছে। খবর জিও নিউজের