অস্ত্র পাঠালে ইউক্রেনে নতুন টার্গেটে হামলা: পুতিন

০৬ জুন ২০২২

পশ্চিমা দেশগুলো ইউক্রেনে দীর্ঘ পাল্লার অস্ত্র পাঠালে দেশটিতে নতুন টার্গেটে হামলা চালানো হবে। কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো রোববার (৬ জুন) ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক বিস্ফোরণের পর এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ বিস্ফোরণের পর রাশিয়া বলেছে, ইউরোপীয় দেশগুলোর পাঠানো ট্যাংকে হামলা চালিয়েছে তারা। আর ইউক্রেন বলছে, তাদের রেলওয়ে মেরামত কারখানায় হামলা হয়েছে। গত কয়েক সপ্তাহে কিয়েভে গোলাবর্ষণ কমে যাওয়ার কারণ ছিল রাশিয়া ডনবাস অঞ্চলে মনোযোগী হওয়া।

এদিকে মাঠ পর্যায়ের যুদ্ধে ধীরে হলেও ক্রমাগত অগ্রগতি অর্জন অব্যাহত রেখেছে রাশিয়া। অন্যদিকে কিয়েভে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন দেশ। সবশেষ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, তারা এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স পাঠাবে। এ রকেট সিস্টেমের মাধ্যমে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটার দূরে আঘাত হানা যায়। আর জার্মানি ঘোষনা দিয়েছ সিস্টেম-আইরিস টি পাঠানোর। এর মাধ্যমে বিমান হামলা থেকে পুরো একটি শহর রক্ষা করতে পারবে ইউক্রেন।

অবশ্য হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার অভ্যন্তরে হামলায় ব্যবহার হবে না- ইউক্রেনের কাছে থেকে এমন প্রতিশ্রুতি পাওয়ার পরই এ রকেট সরবরাহের ঘোষণা দেওয়া হওয়েছে।

ওদিকে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন বলেন, অতিরিক্ত অস্ত্র সরবরাহ নিয়ে এ সমস্ত গোলমালের একটাই লক্ষ্য- সশস্ত্র সংঘাতকে আরও বাড়িয়ে তোলা। তবে দীর্ঘ পাল্লার অস্ত্র যদি সরবরাহ করা হয়, তবে এর থেকে উপযুক্ত সিদ্ধান্তে আঁকার পাশাপাশি নিজেদের অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। সূত্র: বিবিসি

এমকে


মন্তব্য
জেলার খবর