ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা পৌঁছানো শুরু

১৮ এপ্রিল ২০২২

ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এতে কঠোর হুঁশয়ারি দিয়েছিল রাশিয়া। তাদের এ হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো শুরু করেছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের বরাত দিয়ে খবর সিএনএনের।

 

এবারের ৮০ কোটিসহ সর্বমোট ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার অনুমোদন দিয়েছে বাইডেন। 

 

এ সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেন ৮০ কোটি মার্কিন ডলারের বাড়তি সামরিক সহায়তা অনুমোদন দেন।

 

সে সময় বাইডেন বলেন, ‘পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ব্যাপক অস্ত্রশস্ত্রের মুখে এ সহায়তা ইউক্রেনের কাজে লাগবে।’


মন্তব্য
জেলার খবর