মন্তব্য
পাকিস্তানের পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন নেতা হামজা শাহবাজ। শনিবার পাঞ্জাব পরিষদে ব্যাপক হট্টগোলপূর্ণ অধিবেশনে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন হামজা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পারভেজ এলাহি কোনো ভোট পাননি কারণ পিটিআই এ নির্বাচন বয়কট করেছে। খবর জিও টিভির।
হামজা তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। এর আগে তার পিতা শেহবাজ শরীফ এবং তার চাচা নওয়াজ শরীফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শেহবাজ শরীফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আরআই