গৃহশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

১২ ফেব্রুয়ারী ২০২১

নীলফামারী সংবাদদাতা

নীলফামারীতে দশম শ্রেণীর ছাত্রীর করা ধর্ষণ মামলায় এক গৃহশিক্ষককে ২০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেকশুর খালাস দেওয়া হয়েছে অপর দুই আসামিকে। বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারি) বিকালে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক মো. আহসান তারেক রায় ঘোষণা করেন।

 

দণ্ডিত গৃহশিক্ষকের নাম ওয়াজেদ আলী। তিনি জেলার সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুকুর দেড়ানি এলাকার বাসিন্দা। খালাস পাওয়া দুই আসাসি হলেন বাহাদুর ও ওহাব। ওয়াজেদ আলীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি বাদিকে প্রথম ধর্ষণ করেন ওয়াজেদ আলী।এরপর বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ধর্ষণ করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এই অবস্থায় বিয়ের জন্য চাপ দিলে তালবাহানা করতে থাকেন ওয়াজেদ আলী।পরে ওয়াজেদ, বাহাদুর এবং ওহাবকে আসামি করে আদালতে মামলা করেন ওই ছাত্রী।

 

এমআই/এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর