সিরিজ বোমার মামলায় ১২ আসামির কারাদণ্ড

১০ ফেব্রুয়ারী ২০২১

ছবি সংগৃহিত

ডেস্ক রিপোর্ট:

ঘটনার সাড়ে ১৫ বছর পর সাতক্ষীরায় চাঞ্চল্যকর সিরিজ বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১২ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, খালাস পেয়েছেন দুজন। বুধবার নিশ্ছিদ্র নিরাপত্তা ও পিনপতন নীরবতার মধ্যে জনাকীর্ণ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরিফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

 

১২ আসামির মধ্যে সাত আসামিকে ১৩ বছর, একজনকে ১০ বছর, আর সর্বোচ্চ ছয় ও সর্বনিম্ন তিন বছর মেয়াদে চার জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৩ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মনিরুজ্জান মুন্না, নাইমুদ্দিন ওরফে সাইফ, সফরউদ্দিন, গিয়াসউদ্দিন, বেল্লাল হোসেন, ইসমাইল হোসেন ও মাহবুবুর রহমান লিটন। দশ বছর সাজা পাওয়া আসামির নাম নুর আলি মেম্বর। সর্বোচ্চ ছয় ও সর্বনিম্ন তিন বছর সাজাপ্রাপ্তরা হলেন— মনোয়ার হোসেন উজ্জ্বল, মমতাজ উদ্দিন ওরফে মন্তাজ, আসাদুল ইসলাম ও আনিসুর রহমান। খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন— আসাদুজ্জান হাজারি ও আবুল খায়ের। চার আসামি পলাতক রয়েছেন। এক আসামি নাসিরউদ্দিন দফাদার ২০১৮ সালের ২৬ ডিসেম্বর কারাগারে মারা যান ।

 

এই মামলায় বাদীসহ ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রায়ের সময় ১৪ আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ। তাকে সহায়তা করেন অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুস সামাদ। আসামিপক্ষে ছিলেন এ্যাড. জিএম আবুবকর সিদ্দীক। রাষ্ট্রপক্ষের আইনজীবিরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।আসামিপক্ষের আইনজীবি জানিয়েছেন, তারা ন্যায়বিচার পাইনি।

 

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট শহরের শহিদ রাজ্জাক পার্ক, কালেক্টরেট চত্বর, নারী ও শিশু নির্যাতন দমন আদালত চত্বর, হাসপাতাল মোড় ও বাস টার্মিনালে একযোগে বোমা বিস্ফোরণ এবং জেএমবির লিফলেট ছড়ানো হয়। ২০০৬ সালের ১৩ মার্চ এই সংক্রান্ত ছয়টি মামলার প্রতিটিতে ১৯ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইড পুলিশ ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর