কাল সিরিজ বোমা হামলা মামলার রায়

০৯ ফেব্রুয়ারী ২০২১

সাতক্ষীরা সংবাদদাতা

আগামীকাল বুধবার সাতক্ষীরায় চাঞ্চল্যকর সিরিজ বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার (৯ ফেব্রয়ারি)  রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে সাতক্ষীরা আদালতের বিচারক মোঃ শরিফুল ইসলাম রায় ঘোষণার দিন ধার্য করেন। এসময আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন আসামিরা। আদালত সুত্রে  এই তথ্য জানা গেছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল লতিফ। তাকে সহায়তা করেন অতিরিক্ত পিপি আব্দুস সামাদ। আসামীপক্ষে ছিলেন আইনজীবি জিএম আবুবকর সিদ্দীক। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি। ন্যায়বিচার হলে সব আসামি খালাস পাবেন বলে মনে করছেন বাদিপক্ষের আইনজীবি। প্রসঙ্গত, সাতক্ষীরা শহরের ৬টি স্থানে সিরিজ বোমা হামলার এই ঘটনা ঘটে ২০০৫ সালের ১৭ আগস্ট। 

 

এমকে


মন্তব্য
জেলার খবর