নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভীকেই দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। বর্তমান মেয়র আইভি এ সিটিতে টানা দুই মেয়াদে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। আইভি ছাড়াও আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা এ মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তার ওপরই আস্থা রেখেছে দলটি। এদিকে সভায় টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মনোনয়ন চাওয়া তিন নেতা হলেন- মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি নাসিক’র ভোট হবে।
এদিকে উপ-নির্বাচনটিতে মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সহসভাপতি ও টাঙ্গাইল চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ। এখানেও ১৬ জানুয়ারি ভোট হবে। সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
এমকে