দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে জাল সনদধারী এক হাজার ১৭২ জন শিক্ষককে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া। প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য। সবচেয়ে বেশি- ৭৭৯ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)- এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিকে, জাল সনদধারীদের মধ্যে প্রথম ধাপে ৪০০ জনের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ডিআইএ সুপারিশ করবে বলে জানা গেছে।
ডিআইএর নথির তথ্যমতে, রাজশাহী বিভাগে বাইরে জাল সনদধারীদের মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯, চট্টগ্রাম বিভাগে ২৪ জন রয়েছে। জাল সনদে চাকরি করা শিক্ষকদের বেতন-ভাতা হিসেবে নেওয়া অর্থসহ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক সংক্রান্ত অনিয়মের মাধ্যমে পকেটস্থ করা টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন সনদ, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রয়েল, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাল করা হয়েছে বলে জানিয়েছে ডিআইএ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে