গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৬


জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী পাঁচ-সাত দিনের মধ্যে গেজেট আকারে এটা আইনে পরিণত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন আইন উপদেষ্টা . আসিফ নজরুল। তিনি বলেন,  এটা জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি আমাদের অঙ্গীকার ছিল। জুলাই গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলি থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে।

উপদেষ্টা জানান, রাজনৈতিক প্রতিরোধ বলতে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ড বুঝানো হয়েছে। ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট কোনো ফৌজদারি দায়-দায়িত্ব থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের অব্যাহতি দেওয়া হয়েছে। যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তবে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ নেবে সরকার। সেই সঙ্গে জুলাই-আগস্ট মাসে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে করা কর্মকাণ্ডের জন্য এখন থেকে আর নতুন কোনো মামলা করা যাবে না। ইতোমধ্যে যেসব মামলা করা হয়েছে, সেগুলো প্রত্যাহার করা হবে।

 

জুলাই এবং আগস্ট মাসে কেউ রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটালে সেই ফৌজদারি দায়-দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। ব্যক্তিগত স্বার্থ বা প্রতিশোধস্পৃহা থেকে লোভের বশবর্তী হয়ে কেউ হত্যাকাণ্ড ঘটালে তাকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয়নি। বলেন উপদেষ্টা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর