সরকারি দপ্তরে বিশেষ প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৬

হ্যাঁ ভোটে উদ্বুদ্ধ করতে সারা দেশে সরকারি দপ্তরে শুরু হয়েছে বিশেষ প্রচারণা। প্রচারণা গণভোটের আগের দিন পর্যন্ত চলবে। প্রচারণার অংশ হিসেবে হ্যাঁভোটে  সংক্রান্ত ব্যানার, লোগো দাপ্তরিক যোগাযোগে বিশেষ বার্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়ে গত জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবকে  চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য নির্বাচনের পূর্ব পর্যন্ত পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্রসহ সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার করতে হবে।

দেশের সব সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের উদ্যোগে দুটি করে ব্যানার অফিসের সামনে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে। এতে সেবাগ্রহীতা সাধারণ জনগণের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা তৈরি হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 

 



মন্তব্য
জেলার খবর