সীমান্তে গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারী ২০২৬

 

বাংলাদেশের মিয়ানমার সীমান্তে  গুলিবর্ষণ এবং তাতে বাংলাদেশে হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে উদ্বেগ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিনা উস্কানিতে বাংলাদেশের দিকে গুলি চালানো একদিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে প্রতিবেশীর ঙ্গে ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য প্রতিবন্ধক। এ বিষয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতে ধরনের আন্তঃসীমান্ত গোলাগুলি বন্ধ করতে মিয়ানমারকে সম্পূর্ণ দায়িত্ব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ।

মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন- তার সরকার ধরনের ঘটনা বন্ধে ব্যবস্থা নেবে। আহত তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর