নির্বাচন কমিশন (ইসি) চায় সবার অংশগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুন্দর হোক। এ লক্ষ্য থেকেই স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও শিথিল করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠন। বিষয়টি জানিয়েছেন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি—কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট দেইনি আমরা। অনেক বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।
রোববার (১৮ জানুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কর্তৃক প্রার্থীদের মনোনয়ন বাতিল সংক্রান্ত টানা নয়দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, অনেকেই হয়তো সমালোচনা করতে পারেন আমাদের। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টি কীভাবে ছেড়ে দিয়েছি আমরা, সেটা আপনারা দেখেছেন। কারণ, আমরা চাই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক।
শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, যেভাবে আপনারা কোয়ারি করেছেন এবং জবাব দিয়েছেন, সেটা দেখে আমি অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। আপনাদের এ ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষ থেকে মোবারকবাদ জানাই।
কিছুটা মনে কষ্ট নিয়েই ঋণ খেলাপিকে ছাড় দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, যেসব ঋণ খেলাপিকে ছাড় দেওয়া হয়েছে, শুধুমাত্র আইন তাদের অনুমতি করেছে বিধায় তাদের প্রার্থিতা বৈধ করতে বাধ্য হয়েছি আমরা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে