দেশের মঙ্গলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারী ২০২৬

null


গণভোটের পক্ষে সরকারিভাবে শুরু হয়েছে প্রচারণা। নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে সেটা বুঝিয়েহ্যাঁভোটের পক্ষে জনমত তৈরিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (১৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা গণভোট নিয়ে কথা বলেছেন। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় জানিয়ে দেওয়া হয়, নির্বাচন মনিটরিং সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা ১৫ জানুয়ারি থেকে প্রচার কার্যক্রম শুরু করেছেন। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন তারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,দেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে যা প্রয়োজন, সে সিদ্ধান্ত নেবেন তারাই। যেসব ক্ষেত্রে সংস্কার দরকার, সেগুলো করা হবে। দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ ভোট দিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর মাধ্যমে সেখানে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে   এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ওদিকে সিলেটে জেলা বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আলোচনা সভায়  স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, হ্যাঁভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব। উচ্চকক্ষ, নিম্নকক্ষ এসব নয়, বরং নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোটের প্রভাব বুঝিয়েহ্যাঁভোটের পক্ষে জনমত তৈরির জন্য  কাজ করছে সরকার।

দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি  বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের উঠান বৈঠকে এসব কথা বলেন। ফারুক ই আজম  আরও বলেন, রাষ্ট্রকে আগের ফ্যাসিবাদী ব্যবস্থায় কেউ যাতে আর নিতে না পারে সে জন্য সব দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এ সনদের কিছু মৌলিক বিষয় নিয়েই গণভোটের আয়োজন করা হচ্ছে।

জীবনে যারা প্রথম ভোট দেবেন তাদেরকে অনেক সৌভাগ্যবান উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনাদের প্রথম ভোট হবে রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য, আপনার নিজের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য। গণভোটের পক্ষে আপনার সুচিন্তিত মতামতের ফলেই দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। আমাদেরকে সচ্ছল, সাবলীল ও মানবিকবোধ সম্পন্ন নতুন বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে  আমাদের। 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর