হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়  এ পরোয়ানা জারি করা হয়।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আদেশ দেন। এ মামলার আরেক হচ্ছে আসামি শেখ হাসিনা সরকারের  আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।  

এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনায় জয় পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১০ ডিসেম্বর  ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আবেদন মঞ্জুর করেন আদালত।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

এদিন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন। এর আগে, বুধবার ( ডিসেম্বর) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম।

 

এমআরআর/জেডএস



মন্তব্য
জেলার খবর