অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ ঘোষণার রায় আপিল বিভাগে বহাল

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৫

 

সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে দেওয়া  হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশ দেন। এ বেঞ্চের নেতৃত্ব দেন প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদ।

আপিল বিভাগ তার আদেশে বলেছেন,  প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ সংক্রান্ত রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক যথার্থ। কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছেন না আপিল বিভাগ।

এদিকে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া কাজ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকছে না আর।

গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসীন রশিদ। পরে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। এরপরে আপিল বিভাগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর