ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘাড়ে নিয়ে পালিয়ে থাকা আসামি মানিক মন্ডলকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) চাটমোহর থেকে প্রায় দুইশ' কিলোমিটার দূরে গাজীপুরের জয়দেবপুর থেকে তাকে পাকড়াও করা হয়।
মানিক মন্ডল চাটমোহর উপজেলার বোথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ২০১৪ সালের পহেলা সেপ্টেম্বরে চাটমোহর থানায় একটি মামলা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১)- এর ধারায় অভিযোগ আনা হয়।
মামলার পর থেকেই পলাতক ছিল সে। বিজ্ঞ আদালত মামলাটির বিচার প্রক্রিয়া শেষে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় বলা হয়েছে, যে কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করলে, দোষী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ড দেওয়া হবে।
এদিকে পুলিশ বলছে, পাবনার এসপির দিক নির্দেশনা ও চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলমের তত্বাবধায়নে পুলিশের একটি দল মানিককে গ্রেফতার করে।
বিডি২৪অনলাইন/সি/মহিদুল
খান