১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০৪ ডিসেম্বর ২০২৫

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কমিটির নেতারা। বৃহস্পতিবার ( ডিসেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে ১৮৭০ সালে থেকে জনগণকে সেবা দিয়ে আসছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য প্রদানকারী কর্মকর্তা, জন্ম-মৃত্যু নিবন্ধনের অথরাইজড পার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইউপির ব্যাংক হিসাব ইউপি চেয়ারম্যান ইউপি প্রশাসনিক কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। সার্বিক বিবেচনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের কর্মপরিধি অত্যন্ত ব্যাপক গুরুত্বপূর্ণ।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মকর্তা কর্মচারী নিয়োগ চাকুরির বিধিমালা, ২০১১ অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে ইউপি প্রশাসনিক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় শ্রেণি) এবং বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৪তম গ্রেড। উক্ত বিধিমালার বিধি-১৩ এর বিধানাবলী সাপেক্ষে কোন কর্মচারীকে পরবর্তী উচ্চতর পদে পদোন্নতির জন্য বিবেচনা করা যেতে পারে মর্মে উল্লেখ আছে। তবে পদোন্নতির জন্য পরবর্তী উচ্চতর ধাপ/পদ কোনটি হবে তার স্পষ্ট কোন ব্যাখ্যা নেই। তাই ইউপি প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতি হতে বঞ্চিত হচ্ছেন।

জেলা প্রশাসকের পক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু স্মারকলিপি গ্রহন করেন। এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পঞ্চগড় জেলা কমিটির সভাপতি আলিউল ইসলাম,সাধারন সম্পাদক হারুন অর রশিদ,প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিলুর,কামরুজ্জামান,খলিলুর রহমান মামুন,নুরজাহান বেগম, রবিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর