আমেরিকা ও যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশের হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। এবার রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।
ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন জানিয়েছেন, ‘ইউরোপের নেতারা বড় ধরনের এক ‘প্যাকেজ নিষেধাজ্ঞা’র অনুমোদন দেয়ার অপেক্ষায় আছেন। এ নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার কৌশলগত অর্থনীতিকে আটকে দেয়া হবে। যাতে প্রযুক্তি ও বাজারে মস্কোর চলাচল সীমিত হয়। সাথে রাশিয়ার অর্থনীতিকেও দূর্বল করে দেয়া যায়। যাতে দেশটির আধুনিকায়নের গতি থেমে আসে।’
নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে থাকা রাশিয়ার সম্পদ জব্দ করা হবে। রাশিয়ার ব্যাংকগুলোকে ইউরোপের অর্থনৈতিক মার্কেটে ঢুকতে দেয়া হবে না। ইইউ রাশিয়াকে অর্থনৈতিক সংকটে ফেলে যুদ্ধবাজ মানসিকতা থেকে ফিরিয়ে আনতে চায় বলে দাবি করেছেন উরসুলা।
সূত্র: বিবিসি