নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে চিঠি দিয়ে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশে কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিকে জাতিসংঘে দেওয়া এ চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) চিঠিটি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না। এর আগে গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার কাছে চিঠি পাঠায় আওয়ামী লীগ। চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে