কনটেন্ট ক্রিয়েটরদের ৫০ হাজার ডলার দেবে মেটা

২৩ নভেম্বর ২০২১

ফেসবুকের নতুন ভার্সন মেটা। সম্প্রতি এটি লঞ্চ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এটি কনটেন্ট ক্রিকেটারদের ৫০ হাজার ডলার প্রদানের ঘোষণা দিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা। সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গ এ তথ্য জানিয়েছেন।  

 

তিনি জানান, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০০ কোটি ডলারের বাজেট রাখা হয়েছে। ২০২২ সালজুড়ে এ অর্থ ব্যবহার করা হবে। বিজনেস ইনসাইডার ও টেক টাইমসের এ খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ফেসবুকের লাইভ অডিও রুমস ফিচার ব্যবহারকারী কনটেন্ট ক্রিয়েটরদের ১০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। ক্লাবহাউজ ও টুইটারের স্পেসেসের মতো অডিও প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ বাজেট ঘোষণা করেছে মেটা।

 

আসলে নিজেদের প্লাটফর্মে কনটেন্ট ক্রিকেটারদের ধরে রাখতে চায় প্রতিষ্ঠানগুলো। টিকটকও তার কনটেন্ট ক্রিকেটারদের পে করার জন্য ফান্ড গঠন করেছে। তাই টিকটকসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মগুলোর সাথে পাল্লা দিতে এ বাজেট ঘোষণা করেছে ফেসবুক।

 

টিকটকের রয়েছে ক্রিয়েটর ফান্ড, স্ন্যাপচ্যাটের স্পটলাইট প্রোগ্রাম ও টুইটারের পেইড অ্যাকসিলারেটর প্রোগ্রাম। শুরুতে লাইভ অডিও ফিচারে কনটেন্টের জন্য অর্থ পাবে যুক্তরাষ্ট্রের শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটররা। পরে বিশ্বের বিভিন্ন দেশের কনটেন্ট ক্রিয়েটরদের পরিশোধের আওতায় আনা হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর