বুরকিনা ফাসোতে সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৫৯

২৩ ফেব্রুয়ারী ২০২২

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি স্বর্ণখনিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

তবে কী কারণে এ বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি স্থানীয় প্রশাসন। স্বর্ণখনিতে ব্যবহার করা রাসায়নিক পদার্থ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে একটি সূত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খনি এলাকার আশপাশে বেশকিছু মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার দুপুর দুইটার দিকে প্রথম বিস্ফোরণ ঘটে।


মন্তব্য
জেলার খবর