মন্তব্য
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি স্বর্ণখনিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
তবে কী কারণে এ বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি স্থানীয় প্রশাসন। স্বর্ণখনিতে ব্যবহার করা রাসায়নিক পদার্থ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে একটি সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খনি এলাকার আশপাশে বেশকিছু মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার দুপুর দুইটার দিকে প্রথম বিস্ফোরণ ঘটে।