পূর্ব ইউক্রেনে সৈন্য পাঠাচ্ছে মস্কো

২৩ ফেব্রুয়ারী ২০২২

রাশিয়ার প্রেসিডেন্টি ভ্লাদিমির পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলে সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।  সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিওিতে দেখা যায়, রাশিয়ার সামরিক যানবাহন ইউক্রেন সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।

 

এসব সেনা আলাদা হয়ে যাওয়া অঞ্চল দুইটিতে ‘শান্তি রক্ষার’ কাজ করবে বরে জানিয়েছে মস্কো। ২০১৪ সাল থেকেই এসব এলাকার বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করে আসছে রাশিয়া। যদিও ‘শান্তি রক্ষার’ এ ঘোষণাকে হাস্যকর বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে।

 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ কাউকে বা কোনো কিছুর জন্যই ভীত নয়। হঠাৎ করে রাশিয়া এমন পদক্ষেপ নেওয়ায় যুক্তরাজ্যসহ একাধিক দেশ নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর