সাড়ে ৩ কোটিতে বিক্রি হলো স্টিভ জবসের কম্পিউটার

১২ নভেম্বর ২০২১

তথ্য-প্রযুক্তির দুনিয়ায় রাজত্ব করে বেড়াচ্ছে অ্যাপেল। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক। তাদের হাতে তৈরি কম্পিউটারটি নিলামে বিক্রি হয়েছে। এর মূল্য ওঠে ৪ লাখ ডলার বা প্রায়৩ কোটি ৪৩ লাখ টাকা। তবে ধারণা করা হয়েছিল ছয় লাখ ডলারেরও বেশি মূল্যে বিক্রি হবে কম্পিউটারটি। 

নিলামে ওঠা অ্যাপল-১ মডেলের কম্পিউটারটি কাঠের ফ্রেমে তৈরি।  জবস ও ওজনিয়াক গ্যারেজে বসে শুরুর দিকে যে ২০০টি কম্পিউটার তৈরি করেছিল এটি তার মধ্যে অন্যতম। খবর এ এফপি।

কম্পিউটারটির কাঠের ফ্রেমটি হাওয়াই থেকে নকশা করে আনা হয়েছিল। অ্যাপলের তৈরি প্রথম ২০০টি কম্পিউটারে এই ফ্রেম ব্যবহার করা হয়।

জানা যায়, ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার চাফি কলেজের একজন অধ্যক্ষ এ কম্পিউটারটি কিনেছিলেন। ১৯৭৭ সালে তার এক শিক্ষার্থীর কাছে সেটি তিনি বিক্রি করে দেন।

নিলাম হাউসের কর্মকর্তা জন মোরান বলেন, কম্পিউটারটির এখন পর্যন্ত দুজন মালিক ছিলেন।  


আরআই


মন্তব্য
জেলার খবর