কোমায় থেকেই যমজ সন্তানের জন্ম

১৩ অক্টোবর ২০২১

৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় করোনাক্রান্ত হন সুলতানা আশিক। লুটনের ডানস্টেবল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়ে কোমায় চলে যান। ৪৬ দিন আইসিইউতে ছিলেন তিনি।

কোমায় থাকা অবস্থাতেই অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় তার দুই সন্তানের। যমজ সন্তানদের জন্মের পর অবস্থা আরও খারাপ হলে তাকে কেমব্রিজের রয়েল প্যাপওয়ার্থ হাসপাতালে নেওয়া হয়।

সন্তানদের লুটনেই চিকিৎসা দেওয়া হয়। কোমা থেকে ওঠে তিনি ভিডিও কলের মাধ্যমে সন্তানদের দেখেন।  আর সন্তানদের জন্মের ৪১ দিন পর তাদের কোলে নেন তিনি।  

বিবিসি


মন্তব্য
জেলার খবর