হাসপাতালে ভর্তি খালেদা

১২ অক্টোবর ২০২১

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি  হয়েছেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কয়েক দিন হাসপাতালে থাকার প্রয়োজন দেখা দেয়ায় চিকিৎসকদের পরামর্শে ভর্তি হন। নতুন করে কোনো অসুখ না হলেও পুরানো রোগে ভুগছেন তিনি। বিভিন্ন সূত্রে পাওয়া গেছে এ তথ্য। হাসপাতালটির পরিচালক ডা. আরিফ মাহমুদ বিএনপি প্রধানকে ভর্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন হাসপাতালটিতে যান বেগম জিয়া।

এদিকে হাসপাতালে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়া যখন হাসপাতালে পৌঁছান, তখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। অন্যদিকে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। ভিড় সামলাতে হাসপাতালের ভেতর থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর