১১ বছর বয়সেই ৩৫০ কোটি টাকার সম্পদ!

০৫ অক্টোবর ২০২১

২০০৯ সালে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছেলে ১১ বছর বয়সী হায়দার আলিয়েভের  নামে লন্ডনে ৩৫০ কোটি টাকার বেশি দামে একটি অফিস ভবন কেনা হয়েছিল।

অফশোর কোম্পানির মাধ্যমে ওই ভবনটি গোপনে কেনা হয় বলে প্যান্ডোরা পেপারস নামের গোপন নথিতে জানা গেছে ।

ওই অফিস ভবন ছাড়াও প্রেসিডেন্ট আলিয়েভের পরিবার গোপনে লন্ডনে ১৭টি সম্পত্তি কিনেছিলেন। 

গার্ডিয়ান


মন্তব্য
জেলার খবর