মন্তব্য
সম্প্রতি যুক্তরাজ্যে পরিচিত একজনের বিয়েতে গিয়ে এক টুকরো কেক বেশি খেয়ে ফেলায় অতিথির কাছে জরিমানা চেয়েছে এক নবদম্পতি।
বিয়ের দিন নবদম্পতি ঘোষণা করেছিলেন, নিমন্ত্রিতদের টাকায় বিয়ের কেক কাটা হবে। টুকরো প্রতি দাম রাখা হয়েছিল ৩.৬৬ পাউন্ড বা বাংলাদেশি মূল্যে প্রায় ৪০০ টাকা।
বিয়ের দুই দিন পর এক অতিথির ফোনে বার্তা দিয়ে ওই নবদম্পতি জানান, ‘আমরা বিয়ের সিসিটিভি ফুটেজ ঘাটছিলাম। দেখলাম, আপনি দুই টুকরো কেক খেয়েছেন। অথচ, এক টুকরোর দাম দিয়েছেন। দয়া করে আর এক টুকরোর দাম পাঠিয়ে দিন।’