যুক্তরাষ্ট্রে মেয়র প্রার্থীকে গুলি

১৭ ফেব্রুয়ারী ২০২২

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে এক মেয়র প্রার্থীকে গুলি করার ঘটনা ঘটেছে। পুলিশ ইতোমধ্যে ওই দুর্বৃত্তকে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। কেনটাকির লুইভিল শহরের ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ক্রেইগ গ্রিনবার্গকে তার রাজনৈতিক কার্যালয়ে ঢুকে হত্যার চেষ্টা করা হয় বল জানিয়েছে বিবিসি।

 

ঘটনার পর ক্রেইগ গ্রিনবার্গ এক টুইট বার্তায় বলেছেন, তার দলের লোকজন নিরাপদে আছেন এবং তিনি যথাসময়ে এ বিষয়ে হালনাগাদ তথ্যগুলো জানাবেন।

 

হত্যাচেষ্টার কোনো উদ্দেশ্য এখনো চিহ্নিত করতে পারেনি লুইভিল পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে ক্রেইগ গ্রিনবার্গের কার্যালয়ে ঢুকেই এক ব্যক্তি তাকে গুলি করেন। তবে গুলি গিয়ে লাগে তার পরিধেয় পোশাকে। গুলিতে কেউ আহত হননি।

 

গুলির ঘটনার পরই সেখানে হাজির হয় লুইভিল পুলিশ। গ্রিনবার্গসহ আরও অনেককে অক্ষত অবস্থায় ভবনটি থেকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায় পুলিশকে।

 

লুইভিল পুলিশের প্রধান এরিকা শিল্ডস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা নিজেদের অনেক সৌভাগ্যবান মনে করছি।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর