মন্তব্য
নরওয়ের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে লেবার পার্টির প্রধান জোনাস গহর স্টোর শপথ নিতে যাচ্ছেন।
নির্বাচনে জয়ী হয়ে নরওয়ের ভবিষ্যৎ নতুন প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেন, 'আজ আমি এমন একটি দলকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে চাই, যারা দলের কর্মীবাহিনীতে যোগ দিয়ে অবিশ্বাস্যভাবে লড়াই করে জয় ছিনিয়ে এনেছে।’
লেবার পার্টি, সমাজতান্ত্রিক বাম দল এবং সেন্টার পার্টি নিয়ে গঠিত জোট সংসদের মোট ১৬৯টি আসনের মধ্যে মোট ৮৯টি আসনে জয় লাভ করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।