তুরস্কের অত্যাধুনিক অ্যাটাক ড্রোন

৩১ অগাস্ট ২০২১

তুরস্কের নির্মিত অত্যাধুনিক অস্ত্র বায়রাকতার আকিনজি অন্যতম সেরা ‘অ্যাটাক ড্রোন’।

ড্রোনটি এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল বহনে সক্ষম। ড্রোনের উইংস্প্যান ৬৫ ফুট ও এর এন্ডুরেন্স প্রায় ২৪ ঘণ্টা।

রেঞ্জ ৩০০ মাইল এবং প্রায় ৪০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে। ইন্টারনাল বে’তে ৪০০ কেজি ও এক্সটার্নাল বে’তে ৯৫০ কেজি অস্ত্র বহনে সক্ষম।

ইউক্রেনের নির্মিত দুইটি এআই-৪৫০ টার্বোপ্রোপ ৪৫০ হর্সপাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ড্রোনে।


মন্তব্য
জেলার খবর