হাইকোর্টের অসন্তোষ

০৬ অগাস্ট ২০২১

ঘটনাস্থলের বাইরে ও ঘটনার কয়েকদিন পরে ভ্রাম্যমাণ আদালতের সাজা দেয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে  ভ্রাম্যমাণ আদালতে ক্ষমতা প্রয়োগের বিষয়ে সারাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দিতে বলেছেন। সাম্প্রতিক নেত্রকোনায় দুই শিশুকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড সংক্রান্ত আবেদনের শুনানিকালে বৃহস্পতিবার  বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ অসন্তোষ প্রকাশসহ এ আদেশ দেন।

আদালত বলেন,  ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত সাজা দিতে পারেন। চেম্বারে  বা থানায় বসে সাজা দেয়ার সুযোগ নেই। গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আদালত বলেন, ঘটনার দুই-তিন দিন পরে গিয়ে ভ্রাম্যমাণ আদালত সাজা দিচ্ছেন।  ভ্রাম্যমাণ আদালতের স্পিরিট কিন্তু এটা না।

অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দেয়া ট্রেনিংয়ের সময় ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা প্রয়োগ নিয়ে যেন তাঁদের প্রশিক্ষণ দেয়া হয়।  আপনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলুন।

নেত্রকোনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তার চেম্বারে বসে দুই শিশুকে সাজা দিয়েছেন। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন,  এভাবে কি সাজা দিতে পারেন? আপনি দেশের অ্যাটর্নি জেনারেল। আইনের প্রয়োগ কীভাবে হচ্ছে, সেটি আপনার দেখা উচিত। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলবেন তিনি।

এদিকে নেত্রকোনার ওই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার কাছে ব্যাখ্যা চেয়ে আদেশ দেন আদালত। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া ব্যাখ্যার একটি অনুলিপি ২৬ আগস্টের মধ্যে হাইকোর্টেও দাখিল করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর