তাপপ্রবাহে পুড়ছে বিভিন্ন অঞ্চল

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৫


মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। গরমে কাহিল হয়ে পড়েছে মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে ভোগান্তি রয়েছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই আগামী কয়েকদিনে। বরং সারাদেশেই দিনের তাপমাত্রা - ডিগ্রি এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সকাল ৯টা পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের হিসাবে- রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে রোববার (১১ মে) থেকে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বলছে, ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

চতুর্থ পঞ্চম দিনেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর