পুঁজিবাজারের উন্নয়নে ৫ নির্দেশনা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৫


দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজারে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণসহ  ৫টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ মে) রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গত কয়েক দশক ধরে লুটপাটের মাধ্যমে শেয়ারবাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে জড়িতদের বিচার না হলে মানুষের আস্থা ফিরবে না। শেয়ারবাজারকে অকল্পনীয়  অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। এটা লুটেরাদের আড্ডাখানা না হয়ে মানুষের আস্থার জায়গা যেন হয়ে ওঠে, সেজন্য শেয়ারবাজারে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

প্রধান উপদেষ্টার ৫টি নির্দেশনা হচ্ছে-  প্রথমত, সরকারের মালিকানাধীন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। দ্বিতীয়ত দেশীয় বড় বেসরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। তৃতীয়ত স্বার্থান্বেষী মহলের কারসাজি রোধে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার। চতুর্থ হচ্ছে- পুঁজিবাজারে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ। পঞ্চমত, বড় ঋণপ্রবণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকঋণ-নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে উৎসাহিত করা।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে



মন্তব্য
জেলার খবর