ভুয়া তথ্য, গুজব ও ফেক নিউজকে মূল সমস্যা উল্লেখ করে সেটা মোকাবিলায় জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন, এর কিছু দেশের বাইরে থাকা মানুষ এবং কিছু দেশীয় লোকজন ছড়াচ্ছে । এটা এক প্রকার অবিরাম বোমাবর্ষণ।
বুধবার (২ জুলাই) রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ইউনেসকোর ঢাকা প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা এসব বিষয়ে সরকার ছাড়াও গণমাধ্যমের সঙ্গেও কথা বলার আহ্বান জানান তাদের।‘আপনারা জাতিসংঘ। আপনাদের কথা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সহায়তা প্রয়োজন আমাদের’- বলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা জানান, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, নিয়মিত প্রচারমাধ্যম থেকেও অনেক ভুয়া তথ্য ছড়ায়। কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ালে তাদের মনে করিয়ে দিতে হবে- বিশ্বাসযোগ্য নয় তারা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে