আগামী এক বছরে বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া। বুধবার (০২ জুলাই) জাপানের শ্রমবাজার : সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
রাজধানী ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।
মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটা দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে সিন্ডিকেট বলি আমরা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না। এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে, এ জন্য সমঝোতা করতে হবে।
চুক্তি পরিবর্তন না করলে সামনে দুটি পথ খোলা আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, একটি পথ হচ্ছে তার কথা অনুযায়ী ২৫, ৫০ বা ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠানো, আরেকটি হচ্ছে তাদের বলা লোকই পাঠাব না আমরা।
তিনি বলেন, এখন সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠালে সবাই বলবে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছি। আবার কর্মী না পাঠালে ৪০ হাজার কর্মী যেতে পারবে না। এটা মালয়েশিয়া মনে রাখবে। আর এর ফলে পরবর্তীতে এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে এ দেশের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে