সার্চ কমিটিকেও প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

০৬ ফেব্রুয়ারী ২০২২

আইনি কাঠামোর মধ্যে  নির্মোহভাবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে গঠিত সার্চ কমিটির। অথচ  বিএনপি এ সার্চ কমিটিকেও প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। এটা তাদের সব সময় গণতান্ত্রিক রীতি-নীতি এবং আইনি কাঠামোর প্রতি নেতিবাচক মনোভব পোষণের ধারাবাহিকতা। রোববার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন- সার্চ কমিটি ও নির্বাচন কমিশন সবই সরকারের অধীন। অথচ দেশের সবাই জানেন নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। অনুসন্ধান কমিটিও  আইনের অধীন।

ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র হীন রাজনৈতিক স্বার্থ হাসিলে, জাতিকে বিভ্রান্ত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরের মতো এ মিথ্যাচার করছেন। আইনগত বিষয়টি তোয়াক্কা না করে সার্চ কমিটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্থহীন বলে মন্তব্য করেছেন। তিনি জানান, যারা বার বার সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে; এদেশের মানুষের ওপর স্বৈরাচারী শাসনের স্টিম রোলার চালিয়েছে, তারাই এ ধরনের আইনি প্রক্রিয়াকে মূল্যহীন বলার মতো ধৃষ্টতা দেখাতে পারে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালতে  মীমাংসিত। এটি নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।  তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণ না করা, নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এবং জনগণের মতামতকে তোয়াক্কা না করার যে ভ্রষ্ট নীতি বিএনপি গ্রহণ করেছে তা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। বিএনপিকে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত না থেকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল, জনগণের প্রতি আস্থাশীল হওয়ারও আহবান জানান ওবায়দুল কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর