ফের উত্তপ্ত জেরুসালেম

১১ জুন ২০২১

ইসরাইলের কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমে সমর্থকদের মিছিলের অনুমতি দেয়ায় ফের উত্তপ্ত জেরুসালেম।

মিছিলের সিদ্ধান্তের বিরোধিতায় ক্ষোভে ফুঁসছেন ফিলিস্তিনিরা। ১০ জুন ওল্ড সিটির দামেস্ক গেটে অবস্থান নেন কয়েকশ ফিলিস্তিনি। তাদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে।

বিক্ষোভ থেকে আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। ক্ষুব্ধ ফিলিস্তিনিরা একই দাবিতে পশ্চিম তীরের রামাল্লা শহরেও বিক্ষোভ করেছেন।

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর