পটুয়াখালীর ৫৬ গ্রাম প্লাবিত, তলিয়েছে অসংখ্য ঘের ও পুকুর

২৬ মে ২০২১

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিতে হয়েছে পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার প্রায় ৫৬ টি গ্রাম, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। স্বাভাবিকের চেয়ে কয়েক ফটু উচ্চতার জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।  

জেলা প্রশাসনের দেয়া প্রাথমিক তথ্যমতে, মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত  রাঙ্গাবালী উপজেলার ১৬ টি ইউনিয়নের সব নিম্নাঞ্চল ও চরাঞ্চলসহ ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। কলাপাড়ার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে, প্রায় ২৬ টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় তিন হাজার মানুষ। পটুয়াখালী সদর উপজেলায় বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে জৌনকাঠী গ্রামে, পানিবন্দি হয়ে পড়েছেন সেখানকার প্রায় এক হাজার মানুষ। গলাচিপা উপজেলার প্রায় ১২ টি গ্রাম প্লাবিত হয়েছে । পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, ইয়াসের প্রভাবে কি ধরনের ক্ষতি হয়েছে তা নিরূপণের  কাজ চলছে।

 

সুনান বিন মাহাবুব/এমকে

 


মন্তব্য
জেলার খবর