মন্তব্য
দেশে প্রাথমিক শিক্ষার বিষয়ে জন-আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো পদক্ষেপ নেবে না সরকার। সরকারের নীতি ও পলিসিকে বিবেচনায় রেখেই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে একটি বৈষম্যমুক্ত, ন্যায়ানুগ ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কোনো ইস্যুকে ঘিরে সমাজে বিশৃঙ্খলা কিংবা জনরোষের সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে