মন্তব্য
গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য আদেশ দিয়ে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে উল্লেখ করা হয়েছে, আদেশ জারির পর থেকে যে কোনো দিন গণভোট করা যাবে, কবে করবে সেটার সিদ্ধান্ত নেবে সরকার। তবে কমিশন জাতীয় নির্বাচনের আগে গণভোট করার প্রস্তাব দিয়েছে সরকারকে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারপ্রধানের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
আলী রীয়াজ আরও বলেন, এ ক্ষেত্রে আরও একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে সরকার একটি আদেশ করবেন। সেই আদেশের অধীনে গণভোট হবে। গণভোটে প্রশ্ন থাকবে মাত্র একটি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে