ইসরাইলের আত্মরক্ষার অধিকারে তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার ইসরায়েলের নিয়ন্ত্রিত পশ্চিম জেরুসালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইসরাইলি জনসাধারণের বিরুদ্ধে হামাসের হাজার হাজার অবিরাম রকেট হামলার মোকাবেলায় ইসরাইলের আত্মরক্ষার অধিকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে সঙ্গে নিয়ে কাজ করবে। তবে সেই ক্ষেত্রে লক্ষ রাখা হবে, হামাস যেন এই সহায়তা থেকে কোনো সুযোগ গ্রহণ করতে না পারে।
তিনি আরো বলেন, আমাদের নিজেদের দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ ইহুদিবিদ্বেষী আক্রমণের বেড়ে যাওয়া লক্ষ করছি। এই আক্রমণ জঘন্য এবং তা বন্ধ হওয়া উচিত।'
আনাদেলু এজেন্সি