মন্তব্য
‘টমি ইলেভেন’ নামে পরিচিত টমাস ব্লাঞ্চ টলেডো ২০১০ সালে জন্মগ্রহণ করেন। চিলির সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা চ্যানেল টমি ইলেভেনের প্রতিষ্ঠাতা।
টমাস তার প্রাত্যাহিক জীবন নিয়ে ইউটিউবে আপলোড করে সবচেয়ে কম সময়ে বেশি সাবস্ক্রাইবের অধীকারী হয়েছেন।
টমি ইলেভেন সেই ইউটিউব চ্যানেলের মধ্যে একটি যেটি মাত্র এক দিনে দশ লাখের বেশি দর্শক সাবস্ক্রাইব করেছে। এই চ্যানেলের একদিনের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় ২৯ লাখ। এ বছরের সাত এপ্রিল ইউটিউবের এই চ্যানেল এমন ইতিহাস ব্রেক করেছে।
দ্যা সোল দে মেক্সিকো ও টমি ইলেভেন ইউটিউব চ্যানেল