মন্তব্য
নিজেদের বহরে অত্যাধুনিক বিমানবাহী রণতরী যুক্ত করল যুক্তরাজ্য। শনিবার দেশটির নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজটি উদ্বোধন করেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।
রানী দ্বিতীয় এলিজাবেথের নামের ৬৫ হাজার টন ওজনের যুদ্ধবিমানবাহী রণতরীটিতে ৮টি এফ-থার্টিফাইভ বোমারু বিমান, ১০ টি ইউএস এফ-থার্টিফাইভএস যুদ্ধবিমান এবং ২৫০ জন যুক্তরাষ্ট্রের নাবিক রয়েছেন।
২৮ সপ্তাহে ২৬ হাজার নটিক্যাল মাইল সমুদ্রে চলতে পারবে এ যুদ্ধ জাহাজ। রয়েছে দুইটি জাহাজ বিধ্বসংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সাবমেরিন ধ্বংসের ক্ষমতা।
সিএনএন ও রয়টার্স