মন্তব্য
চীনের ঝিজিয়াং প্রদেশে সদ্য প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিযুক্ত শির। সেই পক্ষের ২ বছরের শিশুপুত্রের সব দায়ভার চলে আসে তার ওপর।
ইতিমধ্যেই নতুন করে বিয়ে করেছেন শি। আর তার পরই ছেলে জিয়াজিয়াকে দেড় লাখ ইউয়ানেরও বেশি অঙ্কের অর্থের বিনিময়ে বেচে দেন তিনি। বাংলাদেশি মুদ্রার হিসাবে যা ২০ লাখ টাকা।
বিপুল ওই টাকা নিয়ে বেরিয়ে পড়েন নতুন স্ত্রীকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে। পরে শুধু শি-কে নয়, গ্রেপ্তারর করা হয়েছে সেই দম্পতিকেও, যাদের কাছে নিজের সন্তানকে বিক্রি করেছিলেন তিনি।
ইন্ডিয়া ডটকম