দেশে করোনা সংক্রমণ রোধে সরকার প্রদত্ত ১১ নির্দেশনা মেনে চলার মেয়াদকালের সাতদিন ও রমজান ঘিরে অতিরিক্ত পণ্য ক্রয় ও মজুত না করতে সবাইকে আহবান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রোববার (৪ এপ্রিল) এক বিবৃতিতে এই আহবান জানানো হয়। বিবৃতিতে সই করেছেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজ হোসাইন।
বিবৃতিতে বলা হয়, গত বছর লকডাউনের ঘোষণা দেওয়ার পর অনেক ভোক্তা একসঙ্গে অনেক নিত্যপণ্য এমনকি চাল, ডাল, ভোজ্যতেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন, অক্সিজেন সিলিন্ডারসহ সবকিছুই মজুত করে নিজের বাড়িতে গুদামে পরিণত করেছেন। কিন্তু দুই মাস যেতে না যেতেই পণ্যগুলো মেয়াদোত্তীর্ণ এবং অনেকগুলো নষ্ট হতে শুরু করে। একসঙ্গে হুমড়ি খেয়ে পণ্য কেনায় ব্যবসায়ীরা ২-৩ গুণ দাম বাড়িয়ে দেন। কিন্তু একমাস যেতে না যেতেই এসব নিত্যপণ্যের দাম কমে অর্ধেকে নেমে আসতে দেখা গেছে। বিবৃতিতে আরও বলা হয়, ধর্ম ইসলামে পণ্য মজুতকে হারাম ঘোষণা করা হয়েছে। তারপরও মানুষ রমজানকে সামনে রেখে মজুত ব্যবসায় নেমে পড়েন। এভাবে মজুত করার কারণে প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠী তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে জটিলতার মুখোমুখি হয়।
এমকে