৩৫ জেলায় দুদকের হানা

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৫


ঢাকার উত্তরা কেরানীগঞ্জসহ দেশের ৩৫ জেলায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ তথা বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দালালদের মাধ্যমে  ড্রাইভিং লাইসেন্স ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান চালোনো হয়।   অভিযানকালে এসব জেলার প্রায় প্রতিটি বিআরটিএ অফিসে দালাল চক্রের সরব উপস্থিতির পাশাপাশি সেবা পেতে ছদ্মবেশে  ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের কাছে  পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে প্রতিটি এনফোর্সমেন্ট টিম। পরবর্তীতে কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযানকালে যশোর বিআরটিএ অফিসে অভিযানকালে তিনজন দালাল হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়। শেরপুরের বিআরটি অফিসে ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অভিযান পরিচালনাকালে অফিসের কিছু স্টাফের সঙ্গে দালাল অফিসসংলগ্ন কম্পিউটার দোকানের সংশ্লিষ্টতা পাওয়া যায়।  নীলফামারী বিআরটিএ  অফিসে অভিযানকালেও জন দালাল হাতেনাতে আটক হয়। তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ওদিকে বরিশাল বিআরটিএ অফিসে ছদ্মবেশে অভিযানকালে এক দালাল প্রতিটি ক্যাটাগরি- লাইসেন্সে ১০ হাজার ৫০০ টাকা করে মোট ২১ হাজার টাকা দাবি করেন। অথচ  এক্ষত্রে সরকারি ফি মাত্র হাজার ৫২২ টাকা (লার্নার কার্ডসহ)। এ সময় কথোপকথনের অডিও-ভিডিও রেকর্ডসহ দালালকে হাতেনাতে ধরা হয় এবং পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া হয়।

 

একইভাবে বাগেরহাট, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর,  বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, রাজবাড়ী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নেত্রকোণা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, রাঙ্গামাটিসহ অন্যান্য বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়। এ সব জেলার মধ্যে বেশ কয়েক জেলায় বেশ কয়েকজন দালালকে জরিমানা করা হয়। এসব জেলার প্রায় প্রতিটি অপফিসে একই রকম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের ইনফোর্সমেন্ট টিম।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর